সামিট চেয়ারম্যান আজিজ খানের লুক্সেমবার্গের শেয়ার জব্দের আদেশ

হ-বাংলা নিউজ: 

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের নামে লুক্সেমবার্গে থাকা কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জব্দ করা শেয়ারের আনুমানিক মূল্য ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনটি উপস্থাপন করেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামিট গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং অপরাধমূলক পন্থায় সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। অনুসন্ধানে দেখা যায়, লুক্সেমবার্গে আজিজ খান ও তার পরিবারের নামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে, যা সুষ্ঠু তদন্তের স্বার্থে জব্দ করা প্রয়োজন।

এর আগে, গত ৯ মার্চ আদালত সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন, যাতে প্রায় ৪১ কোটি ৭৪ লাখ টাকার স্থিতি রয়েছে। পরে ১১ মার্চ আরও একটি আদেশে তাদের মালিকানাধীন ৫৪ কাঠা জমি জব্দ করা হয়, যার প্রকৃত বাজার মূল্য প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *