হ-বাংলা নিউজ: শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোনো ব্যবসায়ী রাজনীতিতে যুক্ত হতে চাইলে অন্তত তিন বছর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা উচিত।
শনিবার (৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক’ বিষয়ক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, টাকা দিয়ে দলীয় মনোনয়ন কেনাবেচার প্রবণতা বন্ধ করতে হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনেরও উচিত এমন নীতিমালা তৈরি করা, যাতে হঠাৎ করে কেউ অর্থ খরচ করে মনোনয়ন নিতে না পারে।
শ্রম উপদেষ্টা জানান, যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলোর যন্ত্রপাতি এবং মালিকের অন্যান্য সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে, কেউ যদি শ্রমিকদের বকেয়া পরিশোধ করে এসব বন্ধ কারখানা চালু করতে চায়, তাহলে সেই সুযোগও রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় শ্রমিক নিরাপত্তা উপেক্ষিত হয়েছে। ২০১৩ সালের রানা প্লাজা দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, রানা প্লাজার ঘটনার পর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘রেশমা নাটক’ সৃষ্টি করেছিল, যা ছিল সম্পূর্ণ ব্যর্থতা।
আপনি কি চান এটি আরও সংক্ষিপ্ত বা নিউজ শৈলীতে লেখা হোক?
