দুর্নীতির অভিযোগে নজরে উপদেষ্টাদের এপিএস ও পিও, তদন্ত শুরু করছে দুদক

হ-বাংলা নিউজ: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে এবং দুদক আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে দিনটির সকালে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা ‘মার্চ টু দুদক’ কর্মসূচির আওতায় জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল করে দুদক কার্যালয়ে যান। সেখানে তারা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন।

এ ছাড়া হাইকোর্টের দুই আইনজীবী—অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম—ও দুর্নীতির অভিযোগে দুদকে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেন। এসব অভিযোগে ডা. মাহমুদুল হাসানের নামও উঠে এসেছে, যিনি স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুদক মহাপরিচালক বলেন, “এই অভিযোগগুলো আমাদের নজরে এসেছে। গোয়েন্দা ইউনিট ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। শিগগিরই এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।”

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে জানান, তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুদকের সহযোগিতা চেয়েছেন তিনি।

আপনি কি চান এটাকে সংক্ষিপ্ত বা ইংরেজিতে অনুবাদ করি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *