হ-বাংলা নিউজ:
নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায়
আগামী ৩০ মার্চ রোববার অথবা ৩১ মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিশ্বের যেকোন স্থানে মুসলমানরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করেন এবং চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন। চলতি বছর পবিত্র মাহে রমজান মুসলিম কমিউনিটির জন্য এলো খুশীর ঈদ। হয়েছিল ১ মার্চ থেকে। মাহে রমজান শেষ
পবিত্র রমজান শেষে মুসলিম কমিউনিটিতে চলছে ঈদ পালনের প্রস্তুত। বিশেষ করে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ আর ইসলামিক সেন্টারগুলো নানা উদ্যোগ নিয়েছে, ঘোষণা করে ঈদের নামাজ আদায়ের সময়সূচী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার মসজিদে একাধিক ঈদের জামাত আয়োজন হচ্ছে। আবার অনেক মসজিদের উদ্যোগে খোলা মাঠেও ঈদের নামাজ আদায় নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে। হবে। জামাতগুলোতে পুরুষদের পাশাপাশি
নিউইয়র্কে ইতিমধ্যে ঈদের আগাম প্রস্তুতি চলছে। বিভিন্ন মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ৩০ মার্চ রোববার মার্চ সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঈদের জামাত আয়োজেনে বিকল্প ব্যবস্থাও রাখাছেন মসজিদ আর ইসলামিক সেন্টারগুলো।
জ্যামাইকা মুসলিম সেন্টার: জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে (৮৫-৩৭, ১৬৮ স্ট্রাট জ্যামাইকা) পরপর চারটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। মহিলাদের নামাজের থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদেও একটি জামাত হবে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে (১৬৮ স্ট্রিট এবং নিউইয়র্ক ১১৪৩২) সকাল ১০টায়। এভিনিউ, জ্যামাইকা,
মদিনা মসজিদ: ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে ঈদেও একটি জামাত হবে মসজিদ সংলগ্ন পার্কে সকাল ৯টায়।
আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার আরাফা ইসলামিক সেন্টার মসজিদে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদের ৪টি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়। এর আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নিজস্ব জায়নামাজ আনতে হবে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে বলে জানান মসজিদের সেক্রেটারি তরিকুল ইসলাম। মসজিদ মিশন সেন্টার। জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারে (হাজী ক্যাম্প মসজিদ) ঈদেও ৩টি জামাত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়।
মসজিদ-আর-রাইয়ান: মসজিদ-আর-রাইয়ান এ (১৯৬-৪৩ ফুটছিল এভিনিউ, হলিসউড, নিউইয়র্ক ১১৪২৩) ঈদুল ফিতরের দুটি জামাত যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
দারুস সালাম মসজিদ। জ্যামাইকার দারুস সালাম মসজিদে (১৪৮-১৬, রোড, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫): ঈদের ৪টি জামাত অনুিষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। জন্য ব্যবস্থা রাখা হয়েছে ছাড়া অন্যান্য জামাতে মহিলাদের
আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি): আমেরিকান মুসলিম সেন্টার-এর উদ্যোগে ঈদুল ফিতরের তিনটি ঈদের অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টায়, ৮টায় ও ৯টায়। এছাড়াও স্থানীয় রুফজ কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩৫) দু’টি জামাত হবে যথাক্রমে সকাল ১০টায় ও ১১টায়। মাঠে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে।
আল কুবা ইসলামিক সেন্টার। আল কুবা ইসলামিক সেন্টারের উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুল মাঠে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টি হলে মসজিদের ভিতওে ঈদেও ৩টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাকাল সাড়ে ৯টায়।
উডসাইড মসজিদ। উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে মোট তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় সকাঠ ১০টায়। শেষ জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
মুনা সেন্টার: ব্রুকলীনের মুনা সেন্টারে (৮০-৫০ পিটকিন এভিনিউ) ঈদেও একটি জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
জ্যাকসন হাইটস মুনা: জ্যাকসন হাইটসে মুনা মসজিদ আলনামিয়ার উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন স্ট্রীটে। বৃষ্টি হলে মসজিদ ভবনে ঈদেও ২টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়।
মসজিদ আবু হুরায়রা: মসজিদ আবু হুরায়রা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদেও জামাতহবে মসজিদ সংলগ্ন রাস্তায় সকাল ৯টায়। বৃষ্টি হলে মসজিদের ভিতরে ঈদের হবে ৩টি জামাত হবে।
বায়তুল মামুর: ইউক্লিড এভিনিউতে অবস্থিত বায়তুল মামুর মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৮টায়।
আল ফোরকান মসজিদ: সকাল ৯টায়। । ফোরকান মসজিদের উদ্যোগে ঈদের ২টি জামাত হবে সকাল ৮টা ও
এস্টোরিয়ার আল আমিন মসজিদ: এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলমিক সেন্টার গতবারের মতো এারও এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে ঈদের ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদ ভবনে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। নামাজীদের জায়নামাজ সাথে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।
নিউইয়র্ক ঈদগাহ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর ঈদগাহর উদ্যোগে ঈদে জামাত অনুষ্ঠিত হবে। প্রতি ঘন্টা পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায়
ঈদের এই জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা এ জানান মাওলানা কাজী কাইয়্যুম।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদেও জামাত হবে সকাল ৯টায়। বৃষ্টি হলে মসজিদেও ভিতওে দুটি জামাত
হবে সকাল ৮টা ও সকাল ৯টায়। পার্কচেষ্টার জামে মসজিদ। ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের তিনটি যথাক্রমে সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় ও সকাল সাড়ে ৯টায়।
বাংলাবাজার জামে মসজিদ। বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় পিএস ১০৬ এর প্লে গ্রাউন্ডে যথাক্রমে সকাল ৮টায় ও পৌনে ৯টায়।
ফুলতলী জামে মসজিদ: ওজনপার্কের ফুলতলী জামে মসজিদের উদ্যোগে একটি ঈদের জামাত হবে সকাল সোয়া ৮টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরে ৩টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায়।
বায়তুল জান্নাহ জামে মসজিদ। ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সকাল ৯টায় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউর খোলা রাস্তায় ঈদের জামাত আয়োজন হবে। বৃষ্টি হলে মসজিদ ভবনে ঈদের জামাত হবে ৫টি আধ ঘন্টা পরপর। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়।
বার্তা প্রেরক: সালাহউদ্দিন আহমেদ
ইউএনএ, নিউইয়র্ক।
