নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশীর বাড়ীতে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু, আহত আরও ৪ জন

হ-বাংলা নিউজ: নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা এস্টেটের একটি বাড়ীতে শনিবার (১৯

এপ্রিল) দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনজনের মৃত্যু এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ফায়ার ডিপার্টমেন্টের কর্মীও রয়েছেন। বাড়ীর মালিক মিসবাহ মাহমুদ। এই ঘটনায় তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন। তিনি ব্রঙ্কসের জ্যাকোবী হাসপাতাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে আহত মিসবাহ মাহমুদ হাসপাতালের আইসিইউতে আছেন। খবর ইউএনএ’র।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশী-আমেরিকান মিসবাহ মাহমুদের বাড়ীতে অন্য কমিউনিটির মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই ঘটনায় কমিউনিটিতে নানা কথা শুনা যাচ্ছে এবং মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আহত মিসবাহ মাহমুদ বাংলাদেশী-আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ)-এর বোর্ড সদস্য। তার সুস্থ্যতায় কমিউনিটি নেতৃবৃন্দ সবার দোয়া কামনা করেছেন বাগ-এর সভাপতি জয়নাল আবেদীন।

পুলিশ জানায়, ইস্টার সানডের শুরুতেই শনিবার দিবাগত মধ্যরাত রাত ১টা ৪০ মিনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ৮৭-২৫ চেভি চেজ স্ট্রিটের বাড়ীটিতে অগ্নিকান্ডের সাথে সাথে ৯১১-এ খবর পেয়ে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। মৃত তিন পুরুষের বয়স ৪৫, ৫২ ও ৬৭ বছর। তাদের নাম পরচিয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে ৩ জনকে স্থানীয় জ্যামাইকা হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

বার্তা প্রেরক:

সালাহউদ্দিন আহমেদ

ইউএনএ, নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *