আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হ-বাংলা নিউজ:

সুব্রত চৌধুরী : গত ২২ এপ্রিল,মঙ্গলবার রাতে নিউজার্সি

রাজ‍্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরার উদ্যোগে  “ঈদ পুনর্মিলনী”  অনুষ্ঠিত হয়েছে। 

“ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ,কথামালা, হামদ, নাত, ইসলামী সংগীত পরিবেশন।

মসজিদ আল হেরার সভাপতি জনাব  ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  জনাব নজরুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন   মওলানা আবুল কালাম।

কথামালায় অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা  মসজিদ আল হেরার উন্নয়নে কমিউনিটির সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার অনুরোধ জানান। 

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টার এর ছাত্রছাত্রীরা ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা  শিশু- কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা প্রাণভরে উপভোগ করেন। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *