আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলকে বিএএসজের জন্মদিনের শুভেচ্ছা  জ্ঞাপন 

হ-বাংলা নিউজ: 

নিজস্ব সংবাদদাতা-

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র এর শুভ জন্মদিন ছিল  ২৫ মার্চ,মঙ্গলবার । তাঁর শুভ জন্মদিন উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির নেতৃবৃন্দ।

মাননীয় মেয়রের জন্মদিন উপলক্ষে ২৫ মার্চ, মংগলবার দুপুরে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল সিটিহলস্থ  মেয়রের দপ্তরে তাঁর সাথে সাক্ষাত করেন । বিএএসজে নেতৃবৃন্দ মাননীয় মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর হাতে পুস্পস্তবক তুলে দেন। তাঁরা মাননীয় মেয়রের দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করেন।

বিএএসজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ মাননীয় মেয়র মহোদয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান।

মাননীয় মেয়র তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় বিএএসজে নেতৃবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর ও তাঁর প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *