হ-বাংলা নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কে চলাচল নিয়ন্ত্রণ এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বেশ কিছু নির্দেশনা দিয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রা করতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করবেন। প্রতি বছর প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়ে চলে যায় এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।
ঈদ উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো:
(ক) আগামী ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
(খ) আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখী করা হবে।
(গ) বিআরটি লেন দিয়ে শুধুমাত্র আউটগোয়িং যানবাহন চলাচল করবে।
এছাড়া, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মার্চ থেকে ঈদের পূর্ব রাত পর্যন্ত নিম্নলিখিত সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে:
(১) ঢাকা-আশুলিয়া মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটি একমুখী করা হবে, যেখানে সব ধরনের যানবাহন শুধুমাত্র ঢাকা থেকে বের হতে পারবে। ঢাকায় প্রবেশ করা যানবাহনকে আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্য কোনো এলাকায় প্রবেশ করতে হবে।
(২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) যান চলাচল করবে। ঢাকায় প্রবেশের জন্য বিআরটি লেন ব্যবহার করা যাবে না।
(৩) ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনকে পরবর্তী কয়েক দিন নিম্নলিখিত সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে:
১) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর)
২) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)
৩) পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)
৪) ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী)
৫) ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজারব্রীজ)
৬) ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গাব্রীজ)
৭) মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রীজ সড়ক
৮) আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ সড়ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা এবং যানজট এড়ানোর জন্য সংশ্লিষ্ট সকল যানবাহনের চালক ও নগরবাসীকে এই নির্দেশনাগুলি অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
