হ-বাংলা নিউজ: আজ রাতে শুরু হতে যাচ্ছে ২০২৫ আইপিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জমকালো আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে, সন্ধ্যায় ইডেন গার্ডেনসে আয়োজিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে বলিউডের তারকাদের নিয়ে জমবে তারার মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে শুক্রবার সন্ধ্যায় কলকাতা পৌঁছেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছান শাহরুখ, এবং তার সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।
শাহরুখ খানের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সালমান খান, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, সঞ্জয় দত্তের মতো বলিউডের শীর্ষ তারকারা। এছাড়া, জানা গেছে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
এদিকে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়ার উপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও বলিপাড়ায় শাহরুখ খান সম্পর্কে খুব বেশি গুঞ্জন শোনা যায় না, তবে একসময় শাহরুখ-প্রিয়াংকার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় বেশ কিছু আলোচনা ছিল। সেই সম্পর্কের কথা প্রায় সবারই জানা।
বর্তমানে প্রিয়াংকা চোপড়া আমেরিকায় বসবাস করছেন এবং নিক জোনাসের সঙ্গে সুখে সংসার করছেন। বলিপাড়ায় তেমন কাজ না পাওয়ার পর প্রিয়াংকা হলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে যেহেতু শাহরুখ খানের সঙ্গে তার নাম জড়িয়েছিল, তাই প্রিয়াংকার আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতির খবর বলিপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এটা মনে রাখা দরকার, গত ২০ বছরে শাহরুখ এবং প্রিয়াংকাকে আর একসাথে দেখা যায়নি। অনেকেই ভাবছেন, এই দুই তারকা কি তবে প্রায় দুই দশক পর আবারও কলকাতার মঞ্চে একত্রিত হতে যাচ্ছেন? তবে এই বিষয়টি এখনও শুধুই গুঞ্জন, আসল ঘটনা আজ সন্ধ্যায় প্রকাশ পাবে।
এদিকে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ আউজলা এবং আরও অনেক জনপ্রিয় গায়ক-গায়িকার। অনুষ্ঠানে দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ানের উপস্থিতি ঘটতে পারে। তাই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে।
