জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে শহরগুলিতে বায়ুদূষণ বাড়ছে, ঢাকাও এর কবলে

হ-বাংলা নিউজ:বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের সমস্যায় জর্জরিত।

আজকের বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয়, যার একিউআই স্কোর ২০৯। এর পরেই পাকিস্তানের লাহোর, এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ১৯০।

ঢাকা, যা প্রায়শই বায়ুদূষণের দিক থেকে বিশ্বে প্রথম বা দ্বিতীয় স্থানে থাকে, আজ পঞ্চম স্থানে রয়েছে।

শুক্রবার সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, যখন কণা দূষণের একিউআই মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তখন তা ‘ভালো’ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এর অর্থ, সংবেদনশীল ব্যক্তিদের জন্য দীর্ঘ সময় বাইরে কাজ না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই থাকলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’, এবং ৩০১ এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের উপাদানের ওপর নির্ভরশীল— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। এখানে শীতকালে বাতাসের গুণমান সাধারণত অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে তা কিছুটা উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। বায়ুদূষণ প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের কারণে মৃত্যুর হার বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *