আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে: নোয়াবের ঘোষণা, প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ

হ-বাংলা নিউজ: নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)’ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল সংবাদপত্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল হলে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে।

এদিকে, নোয়াবের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, “এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। সরকারি ছুটির পাশাপাশি স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটির কারণে সরকারি কর্মীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। অথচ সংবাদমাধ্যম কর্মীদের কথা বিবেচনা না করে নোয়াব মাত্র ৩ দিনের ছুটি ঘোষণা করেছে, যা আমরা সমর্থন করি না।” তারা আরও বলেন, “আমরা নোয়াবের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই এবং তাদের কাছে ছুটি বাড়ানোর দাবি জানাচ্ছি।”

এদিকে, নোয়াবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। ফলে ৩১ মার্চ থেকে ১ ও ২ এপ্রিল পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না। তবে, ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে ছুটি ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হবে এবং সেক্ষেত্রে ৩ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *