হ-বাংলা নিউজ:প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনীত করেছেন। সোমবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্টের একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকে জানানো হয়েছে যে, প্রধান বিচারপতি বিচারপতি কাজী জিনাত হককে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অফিসটি উদ্বোধন করেন। এর আগে কমিটি গঠন করা হয়। প্রথমে এ কমিটির চেয়ারম্যান ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক।
২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বিচারপতি নিজামুল হক আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন, ফলে ১৮ ফেব্রুয়ারি নতুন চেয়ারম্যান হন বিচারপতি এম ইনায়েতুর রহিম। পরবর্তীতে ২০২২ সালের ৯ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল বিভাগে নিয়োগ পান, এবং ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
২০২৩ সালের ৫ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দারকে এই পদে মনোনীত করা হয়েছিল, তবে তিনি বর্তমানে বিচার কাজের বাইরে রয়েছেন।
নতুন চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক একজন বিশিষ্ট বিচারক এবং একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক বিচারপতি কাজী এবাদুল হক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফা খাতুনের কন্যা। তিনি ২০১৯ সালের ২১ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।
