করোনাভাইরাসের টিকা কেনাকে কেন্দ্র করে ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান

হ-বাংলা নিউজ: করোনাভাইরাসের টিকা কেনা নিয়ে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ এক সিন্ডিকেটের বিরুদ্ধে ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার পর, দুদকের উপপরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধান টিমের অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক বিলকিস আক্তার, উপসহকারী পরিচালক মো. জুয়েল রানা এবং কাজী হাফিজুর রহমান। এই টিম ইতিমধ্যে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, করোনার টিকা ক্রয়ের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আমলাতন্ত্রের অন্যান্য নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।

এই সিন্ডিকেটের মধ্যে সালমান এফ রহমান ও জাহিদ মালেক ছাড়াও তৎকালীন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (ডিএমআরসি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের নামও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *