তরুণদের কণ্ঠস্বর নীতি নির্ধারণে তুলে ধরতে অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকা ইউনাইটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

হ-বাংলা নিউজ: তরুণদের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন এডিটরস অ্যালায়েন্স এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত ক্লাব জেসিআইয়ের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি, যথাক্রমে তাদের সংগঠনের পক্ষে।

এ সময় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম তানভীর সাদ আকাশ, জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট লোকাল পাস্ট প্রেসিডেন্ট ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান পাভেল, জেসিআই ঢাকা ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. এনাম, সেক্রেটারি জেনারেল রবিউল ইসলাম রবি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মঈন বকুল, অফিস সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মাসউদ বিন আব্দুর রাজ্জাকসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায়, দুই সংগঠন যৌথভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে তরুণদের আশা, আকাঙ্ক্ষা ও মতামত তুলে ধরতে গোলটেবিল বৈঠক এবং সেমিনার আয়োজন করবে।

জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি বলেন, “আমাদের লক্ষ্য হলো, নীতি নির্ধারণে তরুণদের ভূমিকা নিশ্চিত করা। এই চুক্তির মাধ্যমে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম হবো।”

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, “তরুণ নেতৃত্বের বিকাশ এবং তাদের চিন্তা-ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে তরুণদের অগ্রযাত্রা আরও দৃঢ় হবে।”

আয়োজকরা জানিয়েছেন, আগামীতে যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা তরুণদের নেতৃত্বদানের সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *