হ-বাংলা নিউজ: নিউইয়র্ক (ইউএনএ) বিজ্ঞাপন ব্যানার ও প্রিন্টিং খাতের টোটাল সল্যুশন’ নিয়ে যাত্রা শুরু হলো
বাংলাদেশী মালিকানাধীন হোলসেল প্রতিষ্ঠান ‘ইশিকা সাইন সাপ্লাই’র। ২১ ফেব্রুয়ারী অমর একুশের দিন শুক্রবার ভাষা শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে ওজন পার্কের ৮৪-২২ ১০১ এভিনিউ ঠিকানায় গ্র্যান্ড ওপেনিং হয় প্রতিষ্ঠানটর। অনাড়ম্বর এই অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী এবং শাহ নেওয়াজ গ্রুপের কর্নধার লায়ন শাহ নেওয়াজ। তিনি অতিথিদের নিয়ে কম্পিউটারের বাটন টিপে এবং কেক ও ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। খবর ইউএনএ’র।
‘ইশিকা সাইন সাপ্লাই’র উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইষিকার সাপ্লাই অ্যান্ড প্রিন্টিং-এর প্রেসিডেন্ট ও সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক প্রকাশক শাহনেওয়াজ ছাড়াও কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক ফিরোজ আহমেদ, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে, চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ- সভাপতি ময়নুজ্জামান চৌধুরী, ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার জেনিফার রাজকুমারের প্রতিনিধি নীল ত্রিভেদী, ফিন্যান্সিং এজেন্ট শেরিন গুরু ও ভারত প্যাটেল, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে অন্যতম ডিরেক্টর শাহিন ভূঁইয়া, ম্যানেজার রুহুল আমীন, টেকনিক্যাল ও প্রিন্টিং এক্সিকিউটিভ শফিকুর রহমান, ডেলিভারি এন্ড ওয়্যারহাউস ম্যানেজমেন্ট আদনানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহ নেওয়াজ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের ডিরেক্টর জাহিদ আলম, গোল্ডেন এইজ হোমকেয়ার-এর জ্যামাইকা অফিসের ম্যানেজার বেলাল আহমেদ, ডিএমভি এক্সপ্রেস-এর ইনচার্জ ও সাপ্তাহিক আজকাল-এর সিটি এডিটর অনিক রাজ, জেনারেল ম্যানেজার এবি সিদ্দিক, মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আনিস, সাংবাদিক সায়েম আহমদ, সাদমান (জাহিন) নেওয়াজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হ নেওয়াজ বলেন, কমিনিটিতে এই প্রথম পরিপূর্ণ প্রিন্টিং ও সাপ্লাই খাতে ব্যবসা শুরু করেছে ইথিকা সাপ্লাই হোলসেল। বিভিন্ন বড় বড় ফ্রাঞ্চায়েজ সাইন বানানোর জন্য যে মেটেরিয়ালস লাগবে সেই সব প্রিন্টিং ব্যবসায়ীরা আমাদের থেকে সুলভমূল্যে হোলসেলে মেটাল, অ্যালুমিনিয়াম ও মেশিনসহ বিভিন্ন তৈজষপত্র কিনতে পারবেন। এতে অন্য ব্যবসায়ীদের সঙ্গে কোনা প্রতিযোগিতার সুযোগ নেই। কারণ এটি সম্পূর্ণ একটি হোলসেল ব্যবসা। বলঅ যায়, এটি প্রিন্টিং খাতের ওয়ান স্টপ সল্যুশন। রিটেইল ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানে সব ধরনের সেবা পাবেন। এছাড়াও প্রিন্টিং পেপার, প্রিন্টিং বোর্ডসহ যে কোন ধরনের প্রিন্টিং ম্যাটেরিয়ালের পাশাপাশি হোলসেল রেটে প্রিন্টিংও করিয়ে নিতে পারবেন। আমাদের কাছে বিশাল সাইজের প্রিন্টিং করিয়ে নেওয়া যাবে। এতদিন কমিউনিটির মানুষজন বাংলাদেশ থেকে করিয়ে আনতেন। সর্বোচ্চ ফিট বাই দেড়শ ফিট প্রিন্টিংও যাবে। তাছাড়া এ প্রিন্টিং হবে স্ক্র্যাচযুক্ত। আরো থাকবে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানেই দ্রুততম সময়ের মধ্যে সরবরাহের ব্যবস্থা। তিনি বলেন, প্রিন্টিং জগতে ক্ষুদ্র থেকে পাইকারি সাইন ব্যবসায়ীদের দীর্ঘদিনের ম্যাটারিয়ালস এর সমস্যার সমাধান হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানের কর্ণধার
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে শাহনেওয়াজ তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সালে আমি এই গ্রুপ তৈরি করি। বাংলাদেশে আমার সাদিয়া শপিং কমপ্লেক্স তৈরি করার পরপরই নিট গার্মেন্টস ব্যবসা শুরু করি। এরপর গতবছর নিউইয়র্কে নতুন করে আবার শাহনেওয়াজ গ্রুপের নতুন লোগো উন্মোচন করি।
অনুষ্ঠানে অতিথি বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে কমিউনিটিতে নেওয়াজের পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা ব্যবসার প্রসারে উদ্যোক্তা শাহ বলেন, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সেবার পাশাপাশি বিশ্বস্ততা নিখুঁত কাঁচামাল সাপ্লাইয়ের মাধ্যমে খুব সহসাই নম্বও ওয়ান প্রতিষ্ঠানে রূপান্তরিত। বলে মনে করেন অতিথিবৃন্দ।
বার্তা প্রেরক।
সালাহউদ্দিন আহমেদ
ইউএনএ, নিউইয়র্ক।
