হ-বাংলা নিউজ:আন্তর্বর্তী সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বড় একটি ভূমিকা রাখতে পারে নতুন ভোটাররা। নির্বাচন কমিশন (ইসি) এবার সেই নতুন ভোটারের সংখ্যা প্রকাশ করেছে।
রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই তথ্য জানান।
এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। এ উপলক্ষে নির্বাচন কমিশন একটি আলোচনা সভার আয়োজন করে এবং মাঠ পর্যায়ের অফিসগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করবে।
ইসির ভোটার তালিকা অনুযায়ী, ২০২৪ সালে নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি—১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন। নারী ভোটারের সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন এবং হিজড়া ভোটারের সংখ্যা ৬২ জন।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আরও জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন, এবং হিজড়া ভোটারের সংখ্যা ৯৩২ জন।
