আর্জেন্টিনার সামনে জয় ছাড়া বিকল্প ছিল না। এমন কঠিন সমীকরণের ম্যাচে দারুণ ফুটবল উপহার দিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে পোল্যান্ড শিবির তাতিয়ে তোলে আর্জেন্টিনা। তাতে সাফল্যও মিলে যায়। দাপট দেখিয়ে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা রাখল আর্জেন্টিনা।
বুধবার দিবাগত রাতে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ের ম্যাচে গোল করেছেন ম্যাক অ্যালিস্টার ও জুলিয়েন আলভারেজ। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রাখল দ্বিতীয় পর্বে।
কাতারের ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ তে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য রেখেছে আর্জেন্টিনা। এক লিওনেল মেসির পেনাল্টি মিস ছাড়া পুরো ম্যাচে দাপুটে ছিল আর্জেন্টিনা।
পুরো ম্যাচে ৭৩ভাগ সময় বল দখলে রেখে পোলিশ শিবিরে ২৩ বার আক্রমণ করে আর্জেন্টিনা, যার মধ্যে ১২টি ছিল অনটার্গেট শট। বিপরীতে ২টি শট নিয়ে অনটার্গেটে একটিও রাখতে পারেনি পোল্যান্ড।
