অমর একুশে বইমেলার ২২তম দিন: বৃষ্টিতে ভিজে ভক্তদের আনন্দ, বইপ্রেমীদের ভিড়

হ-বাংলা নিউজ:আজ (শনিবার) ছিল অমর একুশে বইমেলার ২২তম দিন। ছুটির দিন হওয়ায় বইপ্রেমীরা মেলায় আসতে শুরু করেন এবং বেশ কিছু সময় ধরে বইমেলা ছিল ভিড়াকীর্ণ। মেলা শুরু হয় সকাল ১১টায়। তবে বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ নামে বৃষ্টি, আর মুহূর্তের মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা বইগুলো রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েন।

দুপুরে রোদ থাকলেও বিকেল ৫টার পর একটুও আগেভাগে ভাবা হয়নি যে বৃষ্টি হবে, কিন্তু তখনই হঠাৎ ঢাকায় বৃষ্টি নামতে শুরু করে। বিক্রয়কর্মীরা বইগুলো বৃষ্টির পানি থেকে বাঁচানোর জন্য ছোটাছুটি করছিলেন, আবার অনেক তরুণ-তরুণী বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বৃষ্টি উপভোগ করছিলেন।

দুপুরের পর থেকে আবহাওয়ার খারাপ অবস্থা দেখে অনেকেই আগেভাগেই মেলা থেকে বের হয়ে গেছেন। হঠাৎ বৃষ্টি বইমেলার স্বাভাবিক চিত্র বদলে দেয়। দুপুরে কিছুটা ভিড় থাকলেও বিকালে বৃষ্টির কারণে মেলা এলোমেলো হয়ে পড়ে, এবং ক্রেতা-বিক্রেতা উভয়েই সমস্যায় পড়েন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে যারা মেলায় এসেছিলেন, তাদের জন্য এটি ছিল এক বিরাট ভোগান্তি।

এদিন দুপুর ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলছিল। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে ‘জীবন ও কর্ম: কায়কোবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবন্ধ উপস্থাপন করেন ইমরান কামাল, এবং আলোচনায় অংশ নেন হাবিব আর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবু দায়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *