হ-বাংলা নিউজ: রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশের একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনটি স’মিল থেকে পাশের গ্যারেজে ছড়িয়ে পড়েছে, এবং সেখানে থাকা গাড়িগুলিতে আগুন লাগছে। পাশাপাশি, সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছে। এ অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান এসব তথ্য জানান।
এর আগে, দায়িত্বরত ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে একটি দুতলা স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়, পরে আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, প্রথমে এক কোণে আগুন লেগেছিল। পরে একটি বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে। তবে, তারা জানাতে পারেননি, ভেতরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আটকা পড়েছেন কি না। তবুও, আশঙ্কা করা হচ্ছে, ভেতরে কেউ আটকা পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ এবং রাবারের কাচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও, অনেক গাড়ি আগুনে পুড়ে গেছে। গ্যারেজের ভেতরে অনেক সিলিন্ডার ছিল, যা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছে। আগুন লাগার পর তারা বেশ কয়েকটি ফায়ার ইউনিটকে খবর দিলেও, সাড়া পাওয়া গেছে এমনটি তারা জানাননি। ফলে, অনেক গাড়ি পুড়ে গেছে।
এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স’মিলের সঙ্গে গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। পরে, সেখান থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।
