হ-বাংলা নিউজ: অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ১৫১ জনকে। সব মিলিয়ে এই সময়ে গ্রেফতার হয়েছেন ১ হাজার ৫৮৩ জন। বুধবার পুলিশ সদর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের পাশাপাশি মঙ্গলবার বিকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, দুটি বার্মিজ চাকু, একটি স্টিলের জংধরা ছুরি এবং একটি স্টিলের কিরিচ জব্দ করা হয়। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাও রয়েছেন। এছাড়া, বিভিন্ন ধরনের অপরাধীও গ্রেফতার হচ্ছেন।
৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলস্বরূপ, ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করতে অন্তর্বর্তী সরকার এই অভিযান পরিচালনার উদ্যোগ নেয়।
