‘জুলাই শহিদ’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন নিহত ও আহতরা, জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা

হ-বাংলা নিউজ: 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারা ‘জুলাই শহিদ’ নামে খ্যাত হবেন। এই ক্যাটাগরিতে নিহতদের পরিবার সনদ এবং পরিচয়পত্র পাবে।”

এছাড়া, আহতদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি বলেন, “যারা আহত হয়েছেন, তারা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত হবেন। তাদেরও পরিচয়পত্র দেওয়া হবে এবং সরকারি অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং ভাতাও পাবেন।”

উপদেষ্টা আরও উল্লেখ করেন, “নির্বাচিত সরকার আগামীতে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে এগিয়ে আসবে এবং তারা এই অধিদপ্তরের কার্যক্রম চালিয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *