হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

আর্থিক কেলেঙ্কারির বিষয়কে কেন্দ্র করে ‘করক সিংহ’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

সিনেমাটির ব্যবস্থপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সূত্রে এমন খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

তবে সূত্রটি আনন্দবাজারকে জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইয়ে শুরু হতে চলেছে সিনেমাটির শুট। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় যাবেন পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাংভিরা

সেই প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জয়া আহসান। সিনেমাটিতে আরও কাজ করেছেন ‘দিল বেচারা’ সিনেমার সঞ্জনা সাংভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *