বাংলাদেশে সরকার পতনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই: ডোনাল্ড ট্রাম্প

হ-বাংলা নিউজ:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে সরকার পতনে যুক্তরাষ্ট্র বা মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে বৈঠক করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে বাণিজ্য, অভিবাসনসহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ‘আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট স্টেট জড়িত ছিল। সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের (জর্জ সোরোসের ছেলে) বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন?’

ডোনাল্ড ট্রাম্প জবাব দেন, ‘না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের সমস্যা সমাধানের দায়িত্ব আমি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দেব।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে উঠতেই মোদি বলেন, ‘অনেকেই হয়ত বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। কিন্তু এটা ঠিক নয়। ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল।’

এছাড়া, ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও আমেরিকার মধ্যে একটি আকর্ষণীয় বাণিজ্য চুক্তি হতে চলেছে।

বৈঠকে অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা হয়। ট্রাম্প আশা করেন, ভারত যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক হাজার অনথিভুক্ত অভিবাসীকে ফিরিয়ে নেবে।

তথ্যসূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *