ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ সমর্থন দেবেন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রতিদ্বন্দ্বিতায় নামলে তাঁকে সমর্থন দেবেন তিনি। গতকাল শনিবার টুইটারে এ কথা জানিয়েছেন মাস্ক। খবর এনডিটিভির।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে লড়বেন।

প্রেসিডেন্ট প্রার্থী ঠিক করতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে পারেন রন। সম্প্রতি ফ্লোরিডার গভর্নর পদে পুনর্নির্বাচিত হন রন।

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের রাজনৈতিক পছন্দের কথা গতকাল টুইটারে বলেছেন মাস্ক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া নিয়েও তিনি কথা বলেছেন।

টুইটারের নতুন মালিক মাস্ক বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ একজন বিবেকবান ও মধ্যপন্থী মানুষ। তিনি আশা করেছিলেন, বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে। কিন্তু এ ব্যাপারে তিনি এখন পর্যন্ত হতাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *