সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা

হ-বাংলা নিউজ: ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি, সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে সংস্থাটি।

মঙ্গলবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সংসদ সদস্য থাকাকালে কামাল আহমেদ মজুমদার ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া, তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এক মামলায় শুধুমাত্র কামাল মজুমদারকে আসামি করা হয়েছে।

আরেক মামলায়, কামাল মজুমদারের সঙ্গে তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি বা ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তবে, তার নামে কিংবা বেনামে সম্পদ থাকতে পারে, তাই তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

ক্ষমতার পরিবর্তনের পর গত বছরের আগস্টে কামাল মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে, ১৯ অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *