এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি আবদুল হাই শিকদারের নতুন কাব্যগ্রন্থ ‘ফকিন্নী জমিলা সমীপে প্রেমোত্থাপনের বয়ান’

হ-বাংলা নিউজ:  এবছরের বইমেলায় কবি আবদুল হাই শিকদারের নতুন কাব্যগ্রন্থ ‘ফকিন্নী জমিলা সমীপে প্রেমোত্থাপনের বয়ান’ প্রকাশিত হয়েছে নাগরী প্রকাশন থেকে।

কাব্যগ্রন্থটি ৪৭টি কবিতার মাধ্যমে প্রেম-বিরহ এবং জীবনদর্শনের এক অনন্য মিশ্রণ উপস্থাপন করেছে। বিভিন্ন ছন্দে রচিত এই কবিতাগুলো পাঠকদের মধ্যে এক নতুন অনুভূতি সৃষ্টি করতে সক্ষম হবে।

কবি, যিনি মওলানা ভাসানীর দীর্ঘ ছায়ায় শৈশবে বেড়ে উঠেছিলেন, তার লেখালেখির মূল উপজীব্য হয়ে থাকে জীবনবোধ। যেমন, ‘মানুষ হওয়া’ কবিতায় তিনি বলেছেন— “অমানুষদের মানুষ করার যন্ত্র কোথায় পাই? সে সন্ধানে ব্যাকুল যারা সে মানুষকে চাই/ ভূত তাড়িয়ে দেশটা করো আলোয় আলোকময়/ সে গৌরবে কাটবে দ্রুত অমঙ্গল, সংশয়/—মানুষ হওয়ার গর্ব তখন বাড়বে নিশ্চয়।”

অন্যদিকে, ‘নশ্বরতা ও পুনর্জন্ম’ কবিতায় ভিন্ন সুরে কবি লিখেছেন— “ভোরগুলোকে সুযোগ পেলেই এখন/ গালাগাল করি/ আমার সব কটি ভোরই আসার সময়/ একটি করে সন্ধ্যা নিয়ে এসেছিল/ দিনের অসুখও ছিল একই রকম/ যতই ব্যতিব্যস্ততা থাক/ কাজকর্ম শিকায় তুলে/ গৃহপালিত হাঁস-মুরগির মতো/ সুড়সুড় করে ঢুকে যেত রাত্রির খোঁয়াড়ে।”

মুক্তিযোদ্ধা কবি আবদুল হাই শিকদারের শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ছিল। তার স্বপ্ন ছিল চে গুয়েভারা হওয়ার। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা শুরু করেছিলেন এবং বর্তমানে সেখানেই কর্মরত। এবারের বইমেলার জন্য প্রকাশিত তার কাব্যগ্রন্থ ‘ফকিন্নী জমিলা সমীপে প্রেমোত্থাপনের বয়ান’ এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২৮০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *