ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, তানজিম আহমেদ সোহেল তাজের কঠোর সমালোচনা

হ-বাংলা নিউজ:

৫ ফেব্রুয়ারি, ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। প্রথমে আগুন লাগিয়ে পরে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতন ও দুর্নীতির রাজনীতির নির্মম পরিণতি হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার ফেসবুক পোস্টে এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি, যা ছিল হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ এবং আওয়ামী লীগের নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন।

সোহেল তাজ মন্তব্য করেন, আওয়ামী লীগ জনরোষে পড়েও শোধরায়নি, এবং তার পরিণতি হিসেবে ধানমন্ডি ৩২ এ ভাঙচুর হয়েছে। তিনি ভাঙচুরের স্ক্রিনশট শেয়ার করে লিখেন, “কি নির্মম পরিণতি—১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, কোটি কোটি টাকা পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা… এখন আবার আন্দোলনের ডাক দিলে এরকমই পরিণতি হতে পারে।”

তিনি আরও স্পষ্টভাবে বলেন, “গণহত্যা, গুম, খুন, নির্যাতনকারীদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

সোহেল তাজ তাঁর পোস্টে আরও লেখেন, “আমি আপনার প্রশংসা চাই না—আমি আপনাদের চিনি।” তিনি আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “অনুগ্রহ করে আমার ফেসবুক পেইজটি আনফলো করুন, এবং নিজেকে প্রশ্ন করুন।”

উল্লেখ্য, সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তবে পরবর্তীতে তিনি রাজনীতি থেকে সরে যান। বর্তমানে তিনি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *