আই এম এল ডি সি ইনক এর “একুশে পদক ২০২৫” প্রদানের ঘোষণা।

হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন , ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই মাসে মাতৃভাষা বাংলার দাবিতে বাংলার দামাল ছেলেরা অকাতরে প্রাণ দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল মাতৃভাষা হিসেবে। পরবর্তীতে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তারই অংশ হিসাবে দক্ষিণ ক‍্যালিফোর্নিয়ার সিটি অব প‍্যারিসে প‍্যারিস সিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি।

আর এর আয়োজক হচ্ছে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সংগঠন আইএমএলডিসি এবং পৃষ্ঠপোষক হচ্ছে সিটি মেয়র মাইকেল ভার্গাস। উল্লেখ্য, আইএম এলডিসি ইনক এর প্রস্তাবনায় সিটি মেয়র ভার্গাস এর তত্ত্বাবধানে প‍্যরিস সিটি হলের সন্নিকটে সম্প্রতি নির্মিত হয়েছে একটি স্থায়ী শহীদ মিনার। এই শহীদ মিনারটি প্রতিষ্ঠিত করতে যাদের অবদান অসামান্য তাদের মধ্যে অন্যতম হলেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রহমান রাজু এবং সিটি মেয়র মাইকেল ভার্গাস। তাই আইএমএলএমডিসি ইনক তাদের সাংগঠনিক মিটিংয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে উল্লিখিত দুইজনকে ২০২৫ একুশে পদক প্রদানের। আগামী ২১শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের কে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আইএমএলডিসি ইনক এর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *