বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার

হ-বাংলা নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, “শিবলী রুবাইয়াত উল ইসলামকে ডিবি পুলিশ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে।”

রেজাউল করিম মল্লিক আরও জানান, শিবলী রুবাইয়াত উল ইসলাম শেখ হাসিনার পরিবারকে ব্যাপক আর্থিক সুবিধা প্রদান করতে সহায়তা করেছেন, এবং তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগও রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, সরকারের পক্ষ থেকে বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়। এছাড়া, তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

অন্য আটজন হলেন– বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা বিএসইসিতে দায়িত্ব পালনকালে শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করেছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *