বাংলাদেশে বন্যাদূর্গতদের সহায়তায় অর্থ দিলো বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি

প্রিয় সম্পাদক/সাংবাদিকবৃন্দ,

শুভেচ্ছা গ্রহণ করবেন। সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচাতির ও জনপ্রিয় গণমাধ্যমে প্রকাশ/প্রচার করে বাধিত করবেন। 

আপনার অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

——————————————————————————————————————-বাংলাদেশে বন্যাদূর্গতদের সহায়তায় অর্থ দিলো বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি

বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি।
স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারী) নিউ ইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির শীর্ষ কর্মকতারা। মহতি এই উদ্যেগের জন্য তাদের ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ভ’ইয়া।
এসময় তিনি জানান, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যেগে বাংলাদেশে বন্যাদূর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার ডলারের চেক দিয়েছেন। আশা করি এই অর্থ ক্ষতিগ্রস্থদের কাছে আমরা পৌছে দিবো। এসময় তিনি ভবিষ্যতেও টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের যে কোন উদ্যেগে পাশে থাকার আহ্বান জানান।
নিউ জার্সি, ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক সংগঠনটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রমে ভ’মিকা রেখে আসছে বলে জানান সংগঠনের নেতারা।
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ নিতে পেরে সংগঠনটি আনন্দিত বলে জানান বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি’র প্রেসিডেন্ট ফারহানা আফরোজ।
সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট শোয়েব আহমেদ জানান, সবার আগ্রহেই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশের মানুষের পাশে দাড়াতে।
দেশের মানুষের সাথে সেতুবন্ধন ধরে রাখতে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি’র মত সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন জেনারেল সেক্রেটারী মিনহাজ সিদ্দিকী ।
এসময় টেলিভিশনটির অফিসে বাংলাদেশী কমিউনিটির শিশুরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্নাত্যদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত বলে জানান।
অলাভজনক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১৯৭১ সাল থেকে বিভিন্ন জনকল্যানমূলক কাজে ট্রাইস্ট্রেট ভিত্তিক ভ’মিকা পালন করে আসছে।

ধন্যবাদান্তে-

ফারহানা আফরোজ পাপিয়া

সভাপতি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালী (বিএডিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *