ক‍্যালিফোর্নিয়া বিএনপির উদ‍্যোগে লস এঞ্জেলেসে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী।

হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুনঃ দীর্ঘ সতের বছর পর এই প্রথম ভিন্ন এক পরিস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম

জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া বিএনপি।অত‍্যন্ত সৌহার্দ্যপূর্ন ও ভাব গম্ভীর পরিবেশে যুক্তরাষ্ট্রের ক‍্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। এতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আফজাল হোসেন শিকদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শাহিন হক। এরপর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।জিয়াউর রহমানে বর্নাঢ্য কর্ম ময় জীবন, দেশপ্রেম, এবং আধুনিক বাংলাদেশ বিনির্মানে তার অবদান নিয়ে নির্মিত একটি হৃদয় গ্রাহী প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

উক্ত প্রামাণ্য‍্য চিত্রটি উপস্থাপনায় ছিলেন- ওয়াহিদা রহমান ও শাহিদা রহমান, যারা গভীর আন্তরিকতার সঙ্গে নেতাকর্মীদের সামনে জিয়াউর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের এই অংশটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেশপ্রেম এবং ঐতিহাসিক চেতনার অনুভূতিকে জাগ্রত করে।

অনুষ্ঠানটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ ও সংগ্রামী জীবনের দিকগুলো তুলে ধরার একটি মহৎ প্রয়াস। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাছিত, আবদুল হান্নান, মুশফিক চৌধুরী খসরু, মাহাবুবুর রহমান শাহিন, মাহাতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওয়ালাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, লোকমান হোসেন ও কামাল হোসেন তরুণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *