হ-বাংলা নিউজ:
বাজারে ইলিশের দাম এখনো বেশ চড়া। এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৪শ থেকে ১৭শ টাকায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু করেছে।
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য ইলিশ মাছের স্বাদ উপভোগের সুযোগ সৃষ্টি করতে সরকারের এই উদ্যোগ। তবে ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু হওয়ার পর কিছু সময়ের মধ্যে স্বাদযুক্ত ইলিশ মাছ বিক্রি শেষ হয়ে গেছে। মাত্র ২০ জন ক্রেতা এই দামে ইলিশ কিনতে পেরেছেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহানের সভাপতিত্বে রোববার দুপুরে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, প্রাথমিকভাবে সাড়ে চারশ থেকে সাড়ে আটশ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সাধারণ বাজারে ইলিশের দাম কমানো কঠিন হওয়ায়, মধ্যস্বত্বভোগীদের দূরে রেখে সরকার এ উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে এমন কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে। সরকার চেষ্টা করছে যাতে জনসাধারণ ইলিশ মাছ কিনতে পারে এবং এটি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এটি একটি ক্ষুদ্র উদ্যোগ হলেও, তারা আরও বেশি পরিমাণে জনগণের কাছে ইলিশ পৌঁছানোর চেষ্টা করবে।
তিনি আরও বলেন, “বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব। বাজারে যে ব্যবস্থা রয়েছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন, তবে সরাসরি মাছ ধরার উৎস থেকে বিক্রি করলে দাম কমানো সম্ভব।”
উদ্বোধনের পর ২০ জন ক্রেতা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার হাত থেকে ইলিশ মাছ ক্রয়ের সুযোগ পান। ক্রেতারা জানান, বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে ইলিশ কিনতে পারেননি, কিন্তু এখন কম দামে ইলিশ কিনতে পেয়ে তারা খুশি। তবে যারা কম দামে ইলিশ কিনতে পারেননি, তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ যেন আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হয়, এবং জনগণের জন্য সহজলভ্য হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এনাম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, বিএফডিসির পরিচালক (অর্থ) অদ্বৈত চন্দ্র দাস, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপ-পরিচালক উম্মে হাবিবা এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের পরিচালক তাইসির খান প্রমুখ।
উল্লেখ্য, ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। এই কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়-ইলিশ কিনে হোন ধন্য’।
