মেসি, নেইমার ও এমবাপ্পে–এমন আক্রমণত্রয়ী নিয়েও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ পিএসজি, সম্পর্কের বিষাদ ফাঁস করলেন নেইমার

লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে—এই ত্রয়ী নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পায়নি ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ক্লাবটি তাদের দলে নিয়ে বড় ধরনের আশা তৈরি করেছিল, বিশেষত অর্থ খরচ করে এই সুপারস্টারদের আকৃষ্ট করে তারা ফুটবল দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল।

কিন্তু, মেসি, নেইমার এবং এমবাপ্পে পিএসজিতে থাকা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্কের অবনতির খবর বার বার উঠে এসেছে। যদিও এই বিষয়ে কখনোই পরিষ্কার করে কিছু বলেননি তারা, তবে অবশেষে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার ফাঁস করেছেন সেই রহস্য।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও’র পডকাস্টে পিএসজির অন্দরমহলের কিছু অজানা ঘটনা তুলে ধরে নেইমার জানান, ‘এমবাপ্পের সঙ্গে আমার কিছু বিষয় ছিল। ছোটখাটো ঝগড়াও হয়েছিল, যদিও পিএসজিতে যোগ দেওয়ার শুরুতে পরিস্থিতি ছিল ভিন্ন। আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম।’

মেসির আগমনের পরই এমবাপ্পের সঙ্গে নেইমারের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। মেসির সঙ্গেও সম্পর্কের অবনতি হয় এমবাপ্পের। নেইমারের কথায়, ‘আমি সবসময়ই তার (এমবাপ্পে) সঙ্গে মিলে খেলতাম, বলতাম সে ভবিষ্যতে বিশ্বসেরাদের একজন হবে। কয়েক বছর আমাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল, তবে মেসি আসার পর সে ঈর্ষা করতে শুরু করল। সে আমাকে কারও সঙ্গে ভাগ করতে চায়নি (হাসি)। এরপর কিছু বিবাদ হয় এবং তার আচরণও বদলে যেতে থাকে।’

দলে একাধিক মহাতারকা যখন একসঙ্গে খেলে, তখন তাদের মধ্যে ইগো ক্ল্যাশ হওয়া স্বাভাবিক ব্যাপার। পিএসজিতেও সেই ঘটনা ঘটে, যা নেইমারের কথায় পরিষ্কারভাবে উঠে আসে, ‘ইগো থাকা সমস্যা নয়, তবে আপনাকে বুঝতে হবে আপনি একা খেলতে পারবেন না। আপনার পাশে আরেকজনকে লাগবে। ইগো ইস্যু সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, কিছু করা যাচ্ছিল না। যদি কেউ না দৌড়ায়, সাহায্য না করে, আপনি কিছুই জিততে পারবেন না।’

ইগো’র দ্বন্দ্ব এতটাই তীব্র হয়ে উঠেছিল যে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানায়, শেষদিকে মেসি এবং নেইমারের উপস্থিতি সত্ত্বেও এমবাপ্পে ক্লাবটির হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর পরিস্থিতি আর উন্নতির দিকে এগোয়নি, এবং একে একে সবাই প্যারিস ছেড়ে চলে গেছেন।

বর্তমানে, মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, নেইমার যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলাল-এ, এবং দীর্ঘ প্রতীক্ষার পর এমবাপ্পে মাদ্রিদে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *