গণভবনে পরিত্যক্ত থাকা শেখ হাসিনার ব্যবহৃত সামগ্রী, পড়ছে বিদেশি প্রচারপত্র, কূটনৈতিক নথি

হ-বাংলা নিউজ:

দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস, গণভবন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গণভবনে প্রবেশের মাধ্যমে শেখ হাসিনা ভারতে চলে যান এবং তার আবাস ছিল এক শক্ত পাহারায়। তবে, বর্তমানে এটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, এবং এখানকার সব ধরনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আনসার সদস্যরা। গত শনিবার, অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে গণভবন পরিদর্শন করেন দ্য সানডে টাইমসের প্রতিবেদক।

গণভবনে এখনো পড়ে আছে বিদেশি প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার, ব্র্যান্ডেড শপিং ব্যাগ, দামি কলমের মোড়ক, বিদেশি উপহার সামগ্রী, এবং নানা অন্যান্য জিনিসপত্র। এসবের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রচারপত্র, তার মা শেখ রেহানার উপহার দেওয়া পোশাক ও গয়না। এছাড়া, একটি সোনালী প্রলেপ দেওয়া মন্টব্ল্যাঁ কলমের মোড়ক এবং হীরার মান যাচাইয়ের সনদও পড়ে ছিল।

অপরদিকে, গণভবনে আবিষ্কৃত আরও কিছু আইনি নথি এবং বিদেশি ব্যাংক হিসাবের আবেদনপত্রও পাওয়া গেছে। এছাড়া, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক তারবার্তার কপিও সেখানে ধুলায় পড়ে থাকতে দেখা গেছে।

টিউলিপ সিদ্দিকের সঙ্গে সম্পর্কিত আরও কিছু জিনিস, যেমন তার ‘ধন্যবাদ নোট’ এবং ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনও গণভবনে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এসব ক্ষেত্রে তার দাবি, কখনও রাজনৈতিক বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়নি।

২০১৭ সালে, টিউলিপ সিদ্দিক সাংবাদিকদের দাবি করেছিলেন যে তিনি কখনোই শেখ হাসিনার সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করেননি। তবে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে এসেছে, বিশেষ করে তিনি এবং তার পরিবার যুক্তরাজ্যে কয়েকটি সম্পত্তিতে বসবাস করেছেন, যেগুলো শেখ হাসিনার শাসনামলের কর্মকর্তা ও সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট।

এই পরিস্থিতিতে, যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনক, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। তবে, টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, গণভবনের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর এই ভবনটি একটি জাদুঘরে রূপান্তরিত করা হবে। এর মাধ্যমে ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে দেশ-বিদেশের মানুষকে সতর্ক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *