হ-বাংলা নিউজ:
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হাসান আহমেদের মা, স্ত্রী ও দুই এতিম সন্তানের সম্পত্তি আত্মসাৎ করেছে একটি চক্র, যা বেশিরভাগ বিদেশে পাচার করে দিয়েছে। চক্রের সদস্যদের প্রভাবে পরিবারটি এখন ন্যায়বিচার পেতে অসহায় হয়ে পড়েছে, দ্বারে দ্বারে ঘুরেও কোনো সাহায্য পাচ্ছে না।
এ বিষয়ে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী হলে সোমবার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলে ধরেন প্রয়াত হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কর্মচারী বিদ্যুৎ ঘোষ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অফিস থেকে গুরুত্বপূর্ণ সম্পত্তির কাগজপত্র সরিয়ে নিয়ে দেবর কবির আহমেদ ও মুসা আহমেদকে সঙ্গে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু করেন, যার মাধ্যমে তারা পরিবারের সম্পত্তি আত্মসাৎ করেছেন। এছাড়া সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সহযোগিতায় তার পরিবারকে মিথ্যা হত্যা মামলায় হয়রানি করা হয়। তবে তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় এবং পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়।
পরিবারটি এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে এবং প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে ন্যায়বিচার এবং মিথ্যা মামলাগুলো থেকে অব্যাহতি পাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, যেমন তার বোন রুনা লায়লা ও অ্যাডভোকেট আতিকুর রহমান।
