৩৬ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা।

হার-জিত নয়, মুখ্য ছিল বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটা ঝালাই করে নেওয়া। গোলসংখ্যার বিচারে প্রস্তুতিটি বেশ ভালোই হয়েছে আর্জেন্টিনার।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। জোড়া গোল করেছেন চোট থেকে ফেরা আনহেল দি মারিয়া, একটি করে গোল মেসি, হুলিয়ান আলভারেজ ও হোয়াকিন কোরেয়ার।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্ব রেকর্ডটা ইতালির। 

আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতির ম্যাচ। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

মেসির পাস থেকে আর্জেন্টিনাকে প্রথম গোল এনে দেন হুলিয়ান আলভারেজছবি: এএফপি

শুরুর দিকে আরব আমিরাতই অবশ্য আর্জেন্টাইন রক্ষণে হানা দিয়েছে বেশি। প্রতি–আক্রমণে গিয়ে শুরুর ১২ মিনিটেই দুটি কর্নার আদায় করে নেয় দলটি। তবে ধীরে ধীরে পুরো মাঠেরই নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। 

১৭ মিনিটে আমিরাতের আক্রমণ রুখে দিয়েই প্রতি–আক্রমণে প্রথম গোল পায় লিওনেল স্কালোনির দল। নিজেদের অর্ধ থেকে দ্রুত বল টেনে মেসিকে বাড়ান দি মারিয়া। দ্রুত এগিয়ে যান মেসিও, ডি বক্সে ঢুকে বল বাড়ান বাঁ দিকে অরক্ষিত থাকা আলভারেজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *