হ-বাংলা নিউজ:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়ানো হয়েছে, যেখানে বলা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন— “সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে”। ওই মন্তব্যের সাথে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো যুক্ত একটি ফটোকার্ডও প্রচারিত হয়েছে। তবে এই তথ্য ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, ফটোকার্ডটিতে যে টেলিভিশন চ্যানেলের লোগো এবং ২৮ ডিসেম্বর তারিখ উল্লেখ করা হয়েছে, সেই সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে বা অন্য কোনো প্ল্যাটফর্মে এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। এর অর্থ, ওই টেলিভিশন চ্যানেলের কোনও সংবাদ প্রতিবেদনে এমন বক্তব্য প্রচারিত হয়নি।
তবে ২৮ ডিসেম্বর টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে ‘সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না–মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়েছিল। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত ভুয়া ফটোকার্ডটি আসলে ওই ফটোকার্ডটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। মূল ফটোকার্ডের বক্তব্যে কিছু পরিবর্তন করা হয়েছে— “সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে”— এমন একটি ভুয়া বক্তব্য তৈরি করা হয়েছে, এবং এর রংও পরিবর্তন করা হয়েছে।
