চালের বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার, জানিয়েছেন শেখ বশিরউদ্দিন

হ-বাংলা নিউজ:

আন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষা করেই চালের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি জানান, বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার চাল আমদানি করছে।

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরে বর্তমানে ৫০ হাজার টনের একটি চালের জাহাজ খালি হচ্ছে। আমরা চালের বাজার স্থিতিশীল রাখতে চাই, তবে দাম অতি নিচে নামাতে চাই না যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, আবার খুব বেশি বাড়াতে চাই না যাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়।” শেখ বশিরউদ্দিন আরও জানান, এই ব্যালেন্স রক্ষা করা খুবই কঠিন, এটি একটি জটিল সমস্যা।

তিনি আরও বলেন, “খাদ্য মন্ত্রণালয় স্থানীয় মজুত বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করছে এবং আরও কয়েক লাখ টন চাল দেশে আসছে।”

শেখ বশিরউদ্দিন বৃহস্পতিবার বিকালে দিনাজপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শতাধিক টিসিবি ডিলারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি আরও বলেন, “বাজার নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশে ভোক্তা অধিকার সংরক্ষণে বিভিন্ন টিম কাজ করছে এবং তারা নানা ধরনের অন্যায় ও ব্যত্যয়ের ঘটনা পাচ্ছে।”

বিগত সরকারের সময় টিসিবির কার্ড বিতরণে দলীয় বিবেচনা করা হয়েছিল, তবে বর্তমান সরকার কিছু কার্ড বাতিল করেছে।

নতুন করে যাদের কার্ড দেওয়া হবে, কীভাবে তা বিতরণ হবে—এ বিষয়ে প্রশ্নের উত্তরে শেখ বশিরউদ্দিন বলেন, “আমাদের ১ কোটি লোকের জন্য যে ব্যবস্থা ছিল, তা আমরা বর্তমানে ৫৭ লাখে নামিয়ে আছি। আমাদের তথ্য সংগ্রহ এবং শারীরিক যাচাইয়ের মাধ্যমে আমরা যাচাই করা ৫৭ লাখ কার্ডধারীর সঙ্গে আরও ৬ লাখ লোক যুক্ত করেছি। এই সিস্টেমের সংস্কারের কাজ চলছে এবং আমি মাঠে মাঠে ঘুরে এটি ত্বরান্বিত করছি।”

তিনি আরও বলেন, “এটি আমার প্রথম ভিজিট নয়, এর আগে কয়েকটি ভিজিট করেছি এবং আরও কয়েকটি ভিজিট করব। আমরা অংশীজনদের পরামর্শ অনুযায়ী সংস্কারের কাজগুলো করবো এবং আশা করি, যারা যোগ্য তারা এই সুবিধা পাবেন।”

এর আগে, বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দিনাজপুর জেলার কাহারোল ও সদর উপজেলায় নিম্নআয়ের টিসিবি স্মার্টকার্ডধারী সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *