হ-বাংলা নিউজ:
বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় ফিজিওথেরাপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত ও শহিদ পরিবারের সদস্যদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ আহতদের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির সুপারিশও করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘Healing Trauma Together with Physiotherapy’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আহতরা আমাদের সংগ্রামের স্মারক এবং ভবিষ্যতের নেতৃত্বদাতা। তাদের শারীরিক পুনর্বাসনে বাংলাদেশ ফিজিওথেরাপি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১০ আগস্ট থেকে দেশব্যাপী বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে তাদের সেবা প্রদান করা হচ্ছে, পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের সঙ্গে যৌথভাবে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এ জন্য বিপিএকে ধন্যবাদ জানানো হয়।
সম্মেলনে শহিদদের স্মরণে শহিদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন, শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহিদ গোলাম নাফিজের বাবা গোলাম রহমান, শহিদ মো. ফারহানুল ইসলাম ভূঁইয়ার বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া, শহিদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার বড় ভাই রবিউল আওয়াল ভূঁইয়া, শহিদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের বাবা নাসির উদ্দিন আহমেদ, শহিদ আহসান হাবীব তামিমের বাবা আব্দুল মান্নান, শহিদ মো. সিফাত হোসেনের বাবা মো. কামাল হাওলাদার, শহিদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, শহিদ আরাফাতের বাবা শহিদুল ইসলামকে ‘জুলাই বিপ্লবের শহিদ স্মৃতি সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিপিএ সভাপতি ডা. দলিলুর রহমান পাঁচজন পা হারানো আহত—রাকিবুল, আল আমিন, আলী আহসান, তামিম এবং রিফাতের দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ার মুনিরা খান, বিশিষ্ট সংগঠক আবদুল্লাহ জহির স্বপন, শহিদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহিদ নাফিজের মা নাজমা আক্তার নাসিমা, শহিদ ইমামের বড় ভাই রবিউল আওয়াল ভূঁইয়া প্রমুখ। আহতদের মধ্যে বক্তব্য দেন আমিরুল ইসলাম ইমন, হিল্লোল, জাকির শিকদার।
