হ-বাংলা নিউজ:
৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে রিহ্যাব ফেয়ার ২০২৪। গত সোমবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মেলা শুক্রবার শেষ হয়। মেলায় অংশগ্রহণকারী প্রায় ১ হাজার ক্রেতা রিসার্চ ফরম পূরণ করে আবাসন খাতের ওপর তাদের মতামত জানিয়েছেন।
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত রিহ্যাব ফেয়ারে মোট ৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৩০ কোটি টাকার, প্লট বিক্রি ও বুকিং হয়েছে ৯৬ কোটি টাকার এবং বাণিজ্যিক স্পেসের বিক্রি ও বুকিং হয়েছে ৭৭ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার। এছাড়া, ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় ১ হাজার ৯০ কোটি টাকা। মেলায় মোট ১৭ হাজার ৭২৯ জন ক্রেতা-দর্শনার্থী উপস্থিত ছিলেন।
রিহ্যাব নেতৃবৃন্দ মনে করেন, মেলার মূল উদ্দেশ্য সফল হয়েছে। এই কয়েক দিনে ঢাকাবাসীর ব্যাপক সাড়া আবাসন খাতকে উত্সাহিত করেছে। মেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ প্রতিষ্ঠান ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে উপস্থিত ছিল, এবং তারা এই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে।
