দুর্নীতি দমন কমিশনের সাংবাদিক সংগঠন ‘র‌্যাক’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হ-বাংলা নিউজ:

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি এবং সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম, এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার আলী তালুকদার।

এছাড়া, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দপ্তর সম্পাদক হিসেবে মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক পদে মানব জমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হিসেবে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল হাসান সিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান এবং বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে সাধারণ সভার পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শহিদুল ইসলাম ও আরেক অংশের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *