হ-বাংলা নিউজ: আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’, যা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটল এই জনপ্রিয় অভিনেত্রীর।
সিনেমা মুক্তির দিন মেহজাবীনের একটি ছবি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেহজাবীন তার ভক্তদের জন্য নিজের সিট ছেড়ে সিনেমাহলের সিঁড়িতে বসে সিনেমা উপভোগ করছেন।
তিনি এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করেন, যেখানে একজন নেটিজেন সানজিদা আক্তার মন্তব্য করেছেন, “বেচারি পাবলিকের চোখে ভালো সাজতে এদের যে কত নাটকই করতে হয়।”
অন্য একজন নেটিজেন, নুসরাত জাহান লিখেছেন, “বাঙালি এইসব আর খায়না আপু।”
একজন আরো মন্তব্য করেছেন, “ভক্তরা আপনার জন্য একটা সিট ছাড়তে পারলো না, এটা বললে তো হতো।”
এছাড়া বেশ কিছু নেটিজেন এটিকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, মেহজাবীনের টাইমলাইনে শেয়ার করা পোস্টে ১৫ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, যার মধ্যে ১০ হাজারই হাসির।
প্রসঙ্গত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন চৌধুরী ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
