এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হ-বাংলা নিউজ: এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

এটিজেএফবির নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার মো. শফিউল্লাহ সুমন, যৌথভাবে সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান এবং বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি জুলহাস কবীর। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাহফুজ কামাল বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায় যায় দিনের বিশেষ প্রতিনিধি আলতাব হোসেন, দপ্তর সম্পাদক এনটিভির নিয়ামুল আজিজ সাদেক।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন— বাংলা আউটলুকের বিশেষ প্রতিনিধি মুক্তাদির রশিদ রোমিও, কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান, বিটিভির সিনিয়র রিপোর্টার খালিদ আহসান এবং বিডিনিউজ টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা অন্তু।

এটিজেএফবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে বিগত কমিটি তাদের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে। এরপর দুপুর ২টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নীলাদ্রি মহারত্ন ও সোহেল হোসেন পাটোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *