অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিবি হারুন, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক

হ-বাংলা নিউজ: ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদসহ তার স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা করেছে।

মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদক এর মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকার এবং তার ভাই হারুন অর রশিদের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

এর আগে, গত ২৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ডিবি হারুনসহ তার স্ত্রী ও শ্বশুরসহ ১২ জনকে তলব করেছিল। দুদক গত ১৮ আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *