বিশ্বকাপ বিরতিতে যাওয়ার সময় যেন বোমা ফাটালেন ক্রিস্তিয়ানো রোনালদো। কাঠগড়ায় দাঁড় করালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ এবং ক্লাবের কয়েকজন কর্মকর্তাকে। পর্তুগিজ মহাতারকা অভিযোগ করলেন বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার সঙ্গে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর টানাপোড়েন চলছে অনেকদিন ধরেই। লম্বা সময় ধরে এসব নিয়ে চুপই ছিলেন তিনি। বলেছিলেন, একটি সাক্ষাৎকারে পরিষ্কার করবেন সব। বিশ্বকাপ বিরতি শুরু হওয়ার দিন সোমবার ব্রডকাস্টার পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বললেন অনেক কিছু নিয়েই।
ইউনাইটেডের যেকোনো সমস্যায় কেউ কেউ কীভাবে যেন রোনালদোকে সম্পৃক্ত করে ফেলেন। এ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন পর্তুগাল অধিনায়ক। সমালোচনা করলেন ইউনাইটেডের সাবেক অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকেরও।
