তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণে ছয়জন নিহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণে ছয়জন নিহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু এ তথ্য নিশ্চিত করেন। এ বিস্ফোরণের জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন তিনি। খবর বিবিসির।

তুরস্কের ইস্তাম্বুল শহরের গভর্নর আলি ইয়েরলিকায়া বলেন, গতকাল রোববার তাকসিম স্কয়ার এলাকায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হন, আহত হয়েছেন ৮১ জন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ বিস্ফোরণকে ‘ঘৃণ্য হামলা’ উল্লেখ করে বলেন, ‘বাতাসে সন্ত্রাসের গন্ধ ভেসে বেড়াচ্ছে।’ দোষী ব্যক্তিদের সাজার মুখোমুখি করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজদাগ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিস্ফোরণের আগে ওই এলাকায় থাকা একটি বেঞ্চে এক নারী ৪০ মিনিটের বেশি সময় ধরে বসে ছিলেন। তিনি সেখান থেকে উঠে যাওয়ার কয়েক মিনিটের মাথায় বিস্ফোরণ হয়।

আজ সোমবার সকালে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু বলেন, পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই ঘটনাস্থলে বোমা ফেলে গিয়েছিলেন।

এখন পর্যন্ত এ বিস্ফোরণের ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন সুলেইমান সোয়লু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *