শাহরুখ খান নিয়ে আর প্রশ্ন না করার অনুরোধ মাহিরা খানের

হ-বাংলা নিউজ: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি ভক্তদের প্রতি একটি বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, ভক্তরা যেন আর তার এবং বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন না করেন।

শনিবার করাচিতে অনুষ্ঠিত ১৭তম উর্দু সম্মেলনে এ বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মাহিরা খান তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আমি কখনোই নিজে থেকে শাহরুখ খানের নাম তুলে আলোচনা শুরু করি না। যখন কেউ প্রশ্ন করে, তখন আমি তার উত্তর দিই।”

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, “সমস্যা তখন তৈরি হয়, যখন আমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার পর লোকজন মন্তব্য করে যে আমি বারবার শাহরুখ খানকে নিয়ে কথা বলি। তবে, আসলে বিষয়টি এমন নয়।”

তিনি জোর দিয়ে বলেন, “আমি চাই না আর কেউ এই বিষয়ে প্রশ্ন করুক, যাতে আমাকে আর কোনো উত্তর দিতে না হয়।”

মাহিরা খান ২০১৬ সালে বলিউডের ব্লকবাস্টার ছবি রইস-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। এর পর থেকে তিনি বেশ কয়েকবার তার সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তবে বারবার একই বিষয় নিয়ে আলোচনা হওয়ায় এখন তা নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।

সূত্র: সামা টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *