স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম আহতদের পুনর্বাসনে কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরলেন

হ-বাংলা নিউজ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জুলাই-আগস্টে আহতদের জন্য যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে তাদের সম্পৃক্ত করলে তারা ট্রমা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এছাড়া, এখনও বিভিন্ন সংবাদ মাধ্যমে আহতদের চিকিৎসা না পাওয়ার খবর প্রকাশিত হচ্ছে, তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।

‘স্বাস্থ্য সেবায় এনজিও’র সম্পৃক্ততা’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সভায় এসব কথা বলেন নূরজাহান বেগম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুলস্নাহ পান্না, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সভাটি সভাপতিত্ব করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন।

প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুলস্নাহ পান্না সভায় বলেন, ‘‘সব কাজ অটোমেশন করা হয়েছে, এখন আর কোনো কাজ আটকে থাকবে না। তবে, যদি কোনো কাজ আটকে যায়, তা জানাতে হবে’’।

এছাড়া, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান জুলাই-আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা করেন।

এনজিও প্রতিনিধিরা সভায় জানান, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এনজিওগুলো উপকূলসহ তৃণমূল এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম। তারা পরামর্শ দেন, ‘‘কমিউনিটি ক্লিনিকগুলো সরকারি বরাদ্দ দিয়ে এনজিওদের হাতে পরিচালনার দায়িত্ব দিলে সেগুলো আরও ভালোভাবে পরিচালিত হবে।’’

এনজিও প্রতিনিধিরা এনজিও ব্যুরোতে কাজের গতি ও স্বচ্ছতা নিয়ে প্রশংসা করেন, তবে সহযোগী কিছু অধিদপ্তর ও কার্যালয়ে কাজ করতে গেলে হয়রানির শিকার হওয়া নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *