হ-বাংলা নিউজ:
গত ১লা ডিসেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে আন্তর্জাতিক লোক সংগীত প্রস্তুতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে ও তাহামী পারভিন মুন্নির পরিচালনায় আরো বক্তব্য রাখেন হাজী আবদুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, সনি হোসেন বাচ্চু, সেলিনা বানু, মহর খান, হাসমত আলী। ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস, আবহাওয়াসহ নানাভাবে প্রকৃতির পরিবেশ ভাল না হওয়ায় আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন ২২ শে ডিসেম্বর তারিখ পরিবর্তন করে আগামী ২০২৫ সালের জুন-জুলাই মাসে সম্মেলন করার জন্য সকলে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বৎসর শুকনো মৌসুমে বড় করে দেশ-বিদেশী শিল্পী নিয়ে একটি বড় করে আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন অনষ্ঠিত হবে। যারা এই সম্মেলনে সর্বাত্মকভাবে কাজ করে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আন্তর্জাতিক লোক সংগীত এই প্রবাসে দীর্ঘ ২০ বৎসর যাবত অনুষ্ঠিত হচ্ছে। দেশে ও বিদেশের অনেক নামীদামী শিল্পী নিয়ে এবং প্রবাসের সকল বাঙালী উপভোগ করেন। বাংলা, মাটির গান লোক সংগীত এই প্রবাস থেকে হারিয়ে যাইতেছিল। সেই মাটির গান প্রবাসী বাঙালীর মাঝে স্মরণ করার জন্য বা মাটির যা কোন দিন হারিয়ে না যায় সেই জন্য লোক সংগীত সম্মেলন দীর্ঘ ২০ বৎসর হইতে চলে আসতেছে। তাই আগামী বৎসর আন্তর্জাতিক লোক সংগীত বিশেষভাবে অনুষ্ঠিত হবে।
