হ-বাংলা নিউজ:
বড়পর্দায় বর্তমানে খুব বেশি ব্যস্ত নন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অবসরের এই সময়টুকু আনন্দে কাটাতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন, যেখানে বড়দিনের আমেজ বিরাজ করছে। স্বামী সনি পোদ্দারকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার সময় কাটানো বেশ উপভোগ্য হয়ে উঠেছে, যা তার ফেসবুক পেজে সহজেই নজর পড়ে।
সম্প্রতি মিম তার যুক্তরাষ্ট্র সফরের বেশ কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে কখনো ম্যানহাটন, নিউইয়র্কের টাইমস স্কয়ার, আবার কখনো টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে বড় একটি ক্রিসমাস ট্রি পেছনে রেখে স্মৃতি ক্যাপচার করতে দেখা গেছে তাকে।
জানা যায়, মিম একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। তবে সে সম্পর্কিত কিছু পোস্ট না করলেও, অবকাশযাপনের মুহূর্তগুলো তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সাজে ঘুরে বেড়াচ্ছেন মিম। তিনি রাস্তায় হাঁটছেন, পার্কের ফুটপাতে বসে ছবি তুলছেন, আবার কখনও মিল্কশেক খেয়ে তার স্বাদ উপভোগ করছেন। শপিং মলে গিয়ে শো-পিস দেখছেন, আবার শপিংও করছেন।
এই ছবি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিমের অনুরাগীরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। বিভিন্ন সাজে মিমকে দেখে তার ভক্তরা রীতিমতো মুগ্ধ হয়ে তাকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি মিম ‘দিগন্তের ফুলের আগুন’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন। এখন সিনেমার কাজ কম থাকলেও মডেলিং এবং বিভিন্ন ইভেন্টে তার ব্যস্ততা অব্যাহত রয়েছে।
